একজন অভিজ্ঞ প্রোগ্রামারের পরামর্শ
একজন অভিজ্ঞ প্রোগ্রামারের পরামর্শ Zed A. Shaw – প্রোগ্রামিং পাড়ায় একটি পরিচিত নাম, পরম শ্রদ্ধার পাত্র। বিশেষত যারা পাইথন বা রুবির মত শৈল্পিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে গুঁতাগুঁতি করেন। পাইথন নিয়ে লেখা তার বিখ্যাত বই ‘ লার্ন পাইথন দ্যা হার্ড ওয়ে ‘ তে তিনি এমন কিছু পরামর্শ শেয়ার করেছেন যা যেকোন প্রোগ্রামারের চিন্তা-চেতনাই বদলে দিতে পারে; নিকষ আঁধারে দেখাতে পারে আলোর দিশা। আর সেটারই ভাবানুবাদ আপনাদের সামনে তুলের চেষ্টা করছি আজ। তো শুরু করা যাক! সম্ভবত তুমি এই বইটা পড়া শেষ করেছ এবং প্রোগ্রামিংটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ। হয়ত কর্মজীবনে এটা তোমার কাজে লাগবে। আবার হতে পারে, শখ ছাড়া এটা হয়ত তোমার কাছে আর কিছুই না। কিন্তু তা যাই হোক না কেন, তোমার কিছু পরামর্শের দরকার হবে। অন্য কোন কারণ নাই; বরং এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক পথেই এগোচ্ছ আর প্রোগ্রামিং থেকে যে নির্মল বিনোদন পাওয়ার কথা, সেটা পাচ্ছ। (অনলি বিনোদন ইজ রিয়েল!) একটা দীর্ঘ সময় ধরে আমি প্রোগ্রামিংয়ের সাথে জড়িত। এত দীর্ঘ যে এখন প্রোগ্রামিংয়ের নাম শুনলেই আমার মুখ বাংলা পাঁচের মত হয়ে যায়। এ...